ডিসেম্বর ১, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ণ

বগুড়ায় বার্মিজ চাকুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেফতার ২
বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেফতার ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: এনসিএন

বগুড়া শহরের সাতমাথা থেকে বার্মিজ চাকুসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৩ মে) রাত পৌনে ৯টায় শহরের সাতমাথা এলাকার সপ্তপদি মার্কেটের সামনে থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ২টি বার্মিজ চাকু জব্দ করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, নারুলী তালপট্টি এলাকার বাবুল ব্যাপারী ছেলে রাজু ব্যাপারী (৩২)। অপরজন সুলতানগঞ্জ পাড়ার সাইদুর রহমান সালেকের ছেলে সুমন সরকার (৩৫)।

সদর পুলিশ ফাঁড়ি সুত্র জানায়, ‘গ্রেফতাকৃত আসামীরা ধারালো বার্মিজ চাকু (ছোরা) ব্যবহার করে শহরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতীসহ বিভিন্ন অপরাধ সংঘটন করে থাকেন। সোমবার শহরের সাতমাথা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সূত্রটি আরও জানায়, আসামী রাজু ব্যাপারীর বিরুদ্ধে ১০টি মামলা এবং আসামী সুমন সরকারের বিরুদ্ধে ০৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এদিন গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আরও একটি করে মামলা দায়ের করা হয়েছে।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print