ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ণ

বগুড়ায় বিশ্ব রক্তদাতা দিবস পালিত

বগুড়ায় বিশ্ব রক্তদাতা দিবস পালিত
বগুড়ায় বিশ্ব রক্তদাতা দিবস পালিত। ছবি: এনসিএন

বগুড়ায় বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আউট ডোরের সামনে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্ত প্রদান ও রক্তদাতাদের ক্রেষ্ট প্রদান করা হয়।

এদিন আলোচনা সভায় হাসপতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মোহম্মদ মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: রেজাউল আলম জুয়েল।

সভায় প্রধান অতিথি অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল বলেন, ‘একজন অসুস্থ রোগীকে রক্ত দিয়ে তার জীবন বাঁচালে সেই পরিবারের সকল সদস্য উপকৃত হবে। প্রতি ৬ মাস পরপর একজন সুস্থ ব্যক্তি রক্ত প্রদান করতেপারেন। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল রক্তদান সংঘবদ্ধতারই প্রকাশ, এ কাজে যুক্ত হোন জীবন বাঁচান।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন রক্ত সঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান ডা: সাব্রিনা ইয়াসমিন, হাসপাতলের সহকারি পরিচালক ডা: জাকারিয়া রানা।

দিবসটিতে সর্বোচ্চ রক্ত দাতা দু’জনকে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠনে থেলামেসিয়া রোগীদের রক্ত প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print