বগুড়ায় চার্জার ফ্যান ও ইলেকট্রনিক্স পন্য বেশী দামে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
বুধবার (২৭ জুলাই) বিকেলে শহরের হাবিব ম্যানশন মার্কেটে এ অভিযানটি পরিচালনা করে ওই ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়।
জানা যায়, শহরের হাবিব ম্যানশনে ইলেক্ট্রনিক্স মার্কেটে চার্জার ফ্যানসহ সম্পর্কিত সামগ্রীর মূল্য বৃদ্ধির বিষয়ে তথ্য পায় যে কিছু বিক্রেতা ক্রয় এবং বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে বেশি দামে বিক্রি করছে।
এমন তথ্যের ভিত্তিতে অভিযানে চালিয়ে সত্যতা পেয়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয় এবং সত্যতা পেয়ে ব্যবসায়ীকে ১০ জাহার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করার সময় জেলা পুলিশের একটি চোকশ টিম সহযোগিতা করেন।
এনসিএন/বিআর
