বগুড়ার শাজাহানপুরে জাব্বার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে ৪ কেজি গাঁজা সহ একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাঝিড়াস্থ জাব্বার হোটেল সামনে থেকে গাঁজা সহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী আনজুরুল ইসলাম অপু (২৮) লালমনিরহাট জেলার সদর থানার খোচাবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন থানার এস আই শামীম হাসান, এস আই রেজাউল করিম, এএসআই আব্দুল হালিম, এ এস আই সাদ্দাম হোসেন, এ এস আই শামীম হোসেন ও সংগীয় ফোর্স ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় যে, আসামী নাবিলা পরিবহনের বাসে লালমনিরহাট হতে চট্টগ্রামে গাঁজা বিক্রির জন্য যাচ্ছিলো। মাঝপথে জাব্বার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে বাসটি দাঁড়ালে সে গাঁজাসহ ব্যাগটি নিয়ে হোটেলের সামনে দাঁড়িয়ে ছিল।
শাজাহানপুর থানার এস আই (নিঃ) মোঃ শামীম হাসান জানান, নাবিলা পরিবহন বাসে আসা মাদক ব্যবসায়ী যাত্রী আনজুরুল ইসলাম অপু নামে একজন আসামীকে ৪ কেজি গাঁজা সহ আটক করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করেছি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত আসামী আনজুরুল ইসলাম অপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এনসিএন/এমআর
