ডিসেম্বর ১, ২০২৫ ৬:০৪ পূর্বাহ্ণ

বগুড়ায় মাদকসহ গ্রেফতার ২

বগুড়ায় মাদকসহ গ্রেফতার ২
বগুড়ায় মাদকসহ গ্রেফতার ২। ছবি: এনসিএন

বগুড়া সদরের ছিলিমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৮ আগস্ট) সকাল পৌনে ৯টায় সদর এলাকায় অভিযান পরিচালনা করে সংস্থাটি।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মৃত তৈমুর হোসেনের ছেলে মাইনুল হক (৩২)। অন্যজন একই এলাকার মোঃ লাঁলচানের ছেলে মোস্তাকিন ইসলাম (১৮)।

এদিন বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর এলাকার ছিলিমপুরের শজিমেক হাসপাতালের সামনে থেকে তাদের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা দু’জনেই মাদক ব্যবসায়ী। অভিযানের সময় তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print