বগুড়ায় মাদক বিরোধি অভিযান চালিয়ে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা সংস্থাটি।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মোঃ মোস্তফা শেখের ছেলে মোঃ বিদ্যুৎ শেখ(২৩) ও একই এলাকার মোঃ বাবু হাওলাদারের ছেলে মোঃ সঞ্জয় হাওলাদার ওরফে হিমেল(২৫) এবং গাবতলী উপজেলার নেপালতলী মধ্যপাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ মিল্লাত প্রাং(২৮)।
এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জেলা ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রচলিত মাদক আইনে মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
এনসিএন/এআইএ
