বগুড়া শহরের চারমাথা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইতোমধ্যে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ রবিউল ইসলাম (৪৬)। জানা যায়, নিজের জায়গা জমি না থাকায় শেরপুর উপজেলার পালশা নাপিতপাড়ায় শশুর জবা মন্ডলের বাড়িতে থাকতেন তিনি।
গতাকাল সোমবার (৪ জুলাই) রাত সোয়া ১০টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শহরের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী রবিউলের বিরুদ্ধে ইতিপূর্বে ১টি মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এনসিএন/এআইএ
