বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে ০৬(ছয়) টি চোরাই মোবাইল ও ০১(এক) কেজি গাঁজাসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডিবির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (১৭ আগস্ট) রাত পৌণে ৮ টার সময় জেলার ধুনট উপজেলার কুঠিবাড়ী এলাকার ধুনট সরকারী ডিগ্রী কলেজ মোড় থেকে গোপন তথ্যের ভিত্তিতে ০১(এক) কেজি গাঁজাসহ লিটন রায় বাগদী (২২) নামের এক যুবককে গ্রেফতার করে ডিবি।
আসামী লিটন রায় বাগদী (২২) উপজেলার কুঠিবাড়ী এলাকার গোপাল রায়ের ছেলে।
এদিকে বগুড়া ডিবির অপর একটি টিম একই দিনে রাত সাড়ে ১১ টায় জেলার কাহালু উপজেলার দূর্গাপুর বাজার থেকে ০৬(ছয়) টি চোরাই মোবাইল ফোনসহ (চোরাই মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা) আসামী মোঃ হামিদুল রহমান জামাল (২৮) কে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামী উপজেলার খাজলাল এলাকার কোরবান আলীর ছেলে।
বগুড়া ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কাহালু ও ধুনট থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
