বগুড়ায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দু’জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শনিবার (২৩ এপ্রিল) দুপুরে বগুড়া সদর এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলেন, গাবতলী উপজেলার বাঙ্গাবাড়ি গ্রামের শাহিন মন্ডলের ছেলে শাকিল মিয়া (২২)। অপরজন অপ্রাপ্তবয়স্ক শিশু।
এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নর্থ ক্যাপিটাল নিউজকে জানান, ‘বগুড়া ডিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ১টি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ২জন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এই মামলার বাকি একজনকে খুঁজতে তৎপর রয়েছে গোয়েন্দা পুলিশ।’
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মার্চে বিকেল সাড়ে ৫টায় একটি কালো-লাল রংয়ের ১৫০ সিসির পালসার মোটরবাইক হারিয়ে যায়। পরে বাদী উক্ত বিষয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করলে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারে উল্লেখিত মোটর সাইকেলটি উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
