বগুড়ার শিবগঞ্জে সড়ক ও জনপদ বিভাগের অভিযানে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গল ও বুধবার দু’দিনে শিবগঞ্জ উপজেলার মহাস্থান, মোকামতলা, আমতলী, নাগরবন্দরে এই উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপদের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব কামরুজ্জামান মিয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী আমান উল্লাহ আমান এ অভিযানে নেতৃত্ব দেন।
তারা জানান, শিবগঞ্জ উপজেলার এই কয়েকটি বন্দরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আগেই মাইকিং করে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের অবগত করা হয়েছিলো। নিয়ম মেনে নির্দিষ্ট ম্যাপ অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তারা আরো জানান, এই কয়েকটি বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্যে দিয়ে প্রায় ২ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এনসিএন/এ
