ডিসেম্বর ১, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ণ

বগুড়ার সাতমাথায় শব্দ দূষণ ৩৫ ডেসিবল বেশি

পরিবেশ দিবস পালন উপলক্ষে শব্দ দূষণ নিন্ত্রয়ণে বগুড়ায় জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ দিবস পালন উপলক্ষে শব্দ দূষণ নিন্ত্রয়ণে বগুড়ায় জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছবি: এনসিএন

পরিবেশ দিবস পালন উপলক্ষে শব্দ দূষণ নিন্ত্রয়ণে বগুড়ায় জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের সাতমাথায় গাড়ীর শব্দের হর্নের মাত্র ১০৫ ডেসিবল। সহনানীয়মাত্রা হলো ৭০ডেসিবল এমনটি জানালেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম।

সোমবার দুপুর দেড়টায় দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) বগুড়া।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম (উপ-সচিব) এর সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম। এ সময় বিভিন্ন যানবাহনের হর্ণ সহনীয় মাত্রায় রাখার জন্য যানবাহনের মালিকদের অনুরোধ জানান হয়।

জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, যেসব যানবাহনের উচ্চমাত্রার শব্দ যন্ত্র লাগানো আছে তার বিরুদ্ধে অভিযান চালানো হবে। আর যেখানে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই জায়গাকে নিরব এলাকা ঘোষনা করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ, বগুড়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মেজবাবুল আলম, বাপা বগুড়া জেলা শাখার সভাপতি আনোয়ারুল করিম দুলাল, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বাপার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রোটা: মোস্তাফিজুর রহমান ,সাংস্কৃতিক কর্মী সাদেকুর রহমান সুজন ও নিভা রানী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print