বগুড়া সদরের চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্য্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মারপিটে আহত হয়েছেন রেজাউল করিম (৩৮)। এ নিয়ে থানায় একটি মামলা দায়ের করেছে ওই যুবক।
মামলার এজাহার ও বাদী সূত্রে জানা গেছে, সোমবার সদরের সরলপুর গ্রামের মৃত আকবরের পুত্র রেজাউল করিম (৩৮) তার ছেলে ও মেয়ের স্কুলের বেতন জমা দিতে যান। ফেরার পথে তার উপর কয়েকজন হামলা করে বসে। এসময় তারা রেজাউলকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত ও জখম করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়।
নিজের নিরাপত্ত ও সঠিক বিচারের দাবিতে রেজাউল করিম বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
উক্ত মামলার প্রধান বিবাদী আলী রেজা তোতন বলেন, আগামী ১৮ মে চাঁদমুহা স্কুলে ওয়ার্ড আওয়ামীলীগের সন্মেলন অনুষ্ঠিত হবে। ওই সন্মেলনে রেজাউল সভাপতি হওয়ার জন্য আমাকে চাপ দিলে আমি তাকে বলি যার পক্ষে দলীয় লোকজন বেশি হবে বা ভোট দিবে সেই সভাপতি নির্বাচিত হবে। এতে আমার করার কিছু নেই। এই কথা বলা মাত্রই আমার সাথে থাকা আরও দলীয় ছেলেদের সাথে সে ঝগড়ায় জড়িয়ে পড়ে। আমি তা সমাধান করে দিয়েছি, এখানে মারামারির কোন কিছু ঘটেনি।
এনসিএন/আরআই
