বগুড়ার আদমদীঘিতে রোলার চাপায় বেনু বিবি (৫৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কুসুম্বী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেনু বিবি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দীনের স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার সকালে রানীনগরের পারইল থেকে স্বামী তছির উদ্দীনের সাথে মোটরসাইকেল করে আদমদীঘি করজবাড়ী গ্রামে অসুস্থ খালাকে দেখতে যান গৃহবধূ বেনু বিবি। খালাকে দেখে নিজ বাড়ি ফেরার পথে কুসুম্বী বাজার এলাকায় পৌঁছাতে হঠাৎ একটি যানবাহন সামনে চলে আসে। এসময় মোটরসাইকেল গতি নিয়ন্ত্রণ করতে ব্রেক চাপলে পাশে ছিটকে পড়ে রাস্তা সংস্কার কাজের রোলারের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান বেনু বিবি।
আদমদীঘির থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বলেন, নিহত বেনুর বাড়ী পাশ্ববর্তী রানীনগরের মধ্যে হওয়ায় ঘটনাস্থলে পুলিশ পৌছার আগেই তড়িঘড়ি করে লাশ নিয়ে গেছে পরিবার। এ ঘটনায় কোন মামলা হয়নি।
