বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন ও তার স্ত্রী তোহফা সাদিয়া। মঙ্গলবার (১৯ জুলাই) ভোড় সাড়ে ৫টায় বগুড়া-ঢাকা মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা।
এদিন শোভন তার স্ত্রীকে নিয়ে প্রাইভেটকারযোগে কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। তবে বগুড়া শাজাহানপুরের নয়মাইল এলাকায় ঢাকা থেকে (বিপরীত দিক) ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ বাধে।
এই দুর্ঘটনার বিষয়টি নর্থ ক্যাপিটাল নিউজকে নিশ্চিত করেছেন ছিলিমপুর থানার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকারে ছিলেন শোভন ও তার স্ত্রী। তারা দু’জনেই আহত হয়ে শজিমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনা গুরুত্বর নয় বলে দু’জনেই শঙ্কামুক্ত। তবে তাদেরকে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে।
রফিকু ইসলাম বলেন, মুখোমুখি সংঘর্ষের পরপরই গাড়ি রেখে পালিয়ে গেছেন মাইক্রোবাসের চালক। তবে তার গাড়িটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
এনসিএন/এআইএ
