বগুড়ার শেরপুরে এনামুল হক (৩০) নামের হত্যা মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬মে) বেলা দশটার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পেছন থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, ময়না তদন্তের জন্য লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত এনামুল হক হাপুনিয়া কলোনী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান , নিহত এনামুলের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তবে ময়না তদন্তের পর হত্যার সঠিক তথ্য জানা যাবে।
স্থানীয়রা জানায়, উপজেলার ২০১৩ সালে হাপুনিয়া গ্রামের সালমা খাতুন নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করে এনামুল হক। এই ঘটনায় তার বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। তিনবছর পর আদালত থেকে জামিন পায় এনামুল। জেল থেকে জমিনে বের হওয়ার পর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এনামুল।
তারা জানিয়েছেন, বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। একপর্যায়ে বৃহস্পতিবার সকালের দিকে স্কুল মাঠ সংলগ্ন শহীদ মিনারের পেছনে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় এলাকাবাসী। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এনসিএন/এএ
