বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে ২৭৫ বোতলসহ আরমান আলী (২৬) নামে এক ট্রাক চালককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
আজ সোমবার (১৮ এপ্রিল) ভোর পাঁচটায় ঢাকা-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকা থেকে আরমানকে গ্রেফতার করে র্যাব। এ সময় মাদকদ্রব্য কাজে ব্যবহৃত একটি ট্রাক (বগুড়া ট ১১-০৯১৯) জব্দ করেছে সংস্থাটি।
এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) সোহরাব হোসেন।
জানা যায়, গ্রেফতার আরমান আলী কাহালু উপজেলার শিতলাই গ্রামের কাবেজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।
বিষয়টি সম্পর্কে র্যাব-১২ কমান্ডার সোহরাব হোসেন জানিয়েছেন, ‘লালমনিরহাট থেকে বগুড়ায় ফেন্সিডিল আসছে এমন তথ্যের ভিত্তিতে চন্ডিহারা বগুড়া-রংপুর মহাসড়কের চেকপোস্ট বসানো হয়। এসময় একটি ট্রাকে তল্লাশি করে কৌশলে লুকানো অবস্থায় ২৭৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। ট্রাক চালক আলমগীরের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।’
এনসিএন/এআইএ
