বগুড়া শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ৩টি বাই-সাইকেলসহ ২ জন কে গ্রেফতার করে বগুড়া সদর পুলিশ ফাঁড়ী।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি পুরাতন ব্যবহৃত FOXTER মডেলের গিয়ারআলা বাই-সাইকেল, একটি পুরাতন ব্যবহৃত লাল রঙ্গের HERO বাই-সাইকেল ওএকটি পুরাতন ব্যবহৃত কালো রঙ্গের REFLEX মডেলের বাই-সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত চোরেরা হলো শহরের কলোনী এলাকার মোঃ সুজন মিয়ার ছেলে মোঃ শুভ আমিন (২৪), ও জেলার শিবগঞ্জ উপজেলার অবিরামপুর গাজমেতলা এলাকার রেজাউল করিমের ছেলে আরিফুল ইসলাম (১৯)।
বগুড়া সদর ফাঁড়ীর পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান জানান, আসামী শুভ পেশাদার চোর দলের সক্রিয় সদস্য। তার ইতিপূর্বে ০৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীণ আছে। আসামী শুভ বিভিন্ন জায়গা হতে সাইকেল চুরি করে আসামী আরিফুল ইসলাম এর মাধ্যমে বিভিন্ন হাটে বিক্রি করে থাকে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এনসিএন/বিআর
