প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে দেশব্যাপী ভতুর্কি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির অংশ হিসাবে বগুড়াতেও সোমবার সকাল ১০টা থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে টিসিবি‘র পন্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন। পুরো আগস্ট মাস জুড়ে চলবে এ কার্যক্রম বলে জানা গেছে।
জেলার ১২ টি উপজেলায় ও পৌরসভার ১ লাখ ৬৩ হাজার ২০০টি কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে। বগুড়া পৌরসভায় ২৬ হাজার ৩৪৪ পরিবার এই সুবিধার আওতায় আসবে বলে জানান বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সমর কুমার পাল।
জানা যায়, টিসিবি ৪টি পন্য বিক্রি করবে। এরমধ্যে চিনি ৫৫ টাকা কেজি, মশুর ডাল ৬৫ টাকা কেজি এবং সয়াবিন ১১০ টাকা লিটার এবং পেয়াজ ২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, পৌর মেয়র রেজাউল করিম বাদশা ও অতিরিক্ত পুলিশ সুপার শরাফত হোসেন প্রমুখ।
