ডিসেম্বর ১, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ণ

বগুড়ায় ৩ কেজি গাজাঁসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি

বগুড়ায় ৩ কেজি গাজাঁসহ গ্রেফতার ২। ছবি: এনসিএন
বগুড়ায় ৩ কেজি গাজাঁসহ গ্রেফতার ২। ছবি: এনসিএন

বগুড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল রোববার (১৫ মে) বিকেল ৫টায় গাবতলী উপজেলার সর্ধনকুটি বটতলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন, গাবতলীর চকডহর গ্রামের মনছের আলীর ছেলে জিয়াউর রহমান(৩২)। অন্যজন জামিরবাড়িয়া গ্রামের মাহমুদ আলীর ছেলে রঞ্জ মিয়া (৩৫)। এদিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উভয়ের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে গবাতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্র জানায়, গ্রেফতার দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতার জিয়াউরের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print