শনিবার বগুড়া পৌরসভার তিনটি ওয়ার্ডে ৪ হাজারেরও বেশি অসচ্ছল মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়েছে। সকাল ১০ টায় গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন আকন্দের উদ্যোগে গরীব ও অসহায় ১ হাজার ৫ শতজন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক। সকাল ১১ টায় শহরের চারমাথায় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলামের উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম। পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, জেলা আ’লীগ নেতা শাহ্ আখতারুজ্জামান ডিউক, জাহিদুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুব আলম, সমাজ সেবক সামছুল হক মন্ডল, নুরুল আলম মন্ডল, জহুরুল ইসলাম, আতাউর রহমান আতা, রাব্বি শেখ, হাজি খয়বর হোসেন, যাহেদুর রহমান যাদু সরকার, লিটন প্রাং।
একই সময়ে শহরের চকসুত্রাপুরে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকারের উদ্যোগে সহস্রাধিক মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। এতে জেলা আ’লীগের সহ-সভাপতি এড. মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক সাগর কুমার রায়, পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১০ টায় পৌরসভার ১৩ নং ওয়ার্ডে জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুর নবীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আল মামুন, কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈকত হাসান,সদর থানার পুলিশ পরিদর্শক অপারেশন শাহিনুজ্জামান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
