বগুড়ার ধুনটে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ধুনট থানায় মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, আব্দুল জলিল (২২) ও আবু বক্কর(৪০)। তারা উভয়ই ধুনট উপজেলার চরখুকশিয়া এলাকার মো. জগত জামাল ও মৃত কোরবান আলী ছেলে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ।
তিনি বলেন, গ্রেফতার দু’জনের কাছে থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আসামী বক্করের স্বীকারোক্তিতে তার বাড়ির পেছন থেকে মাটির নিচে পুতে রাখা আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। ওই দুই আসামীর বিরুদ্ধে ধুনট থানায় মাদক মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
ডিবি পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত দুই আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগেও আসামী মোঃ আবু বক্কর এর বিরুদ্ধে ১টি মাদক মামলা ছিল।
এনসিএন/এআইএ
