ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ

বগুড়া জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে চিত্রাংকনসহ নানা প্রতিযোগিতা

বগুড়া জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে চিত্রাংকনসহ নানা প্রতিযোগিতা
বগুড়া জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে চিত্রাংকনসহ নানা প্রতিযোগিতা। ছবি: এনসিএন

বগুড়া জেলা পুলিশের আয়োজনে স্কুল ও কলেজের ৪ দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে নানা প্রতিযোগিতা পুলিশ লাইন্স অডিটোয়িামে শুরু হয়েছে।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন, গ্রন্থ পাঠ, ক্যুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শিশু শিক্ষার্থীরা জাতির পিতাকে দেখেনি। তারা ১৫ আগষ্টে জাতির পিতার হত্যাকান্ডের কথা শুনেছে।সেই শোনা কথার উপর ভিত্তি করে তারা যে ছবি এঁকেছে তার বর্ননা দেয়া সম্ভব নয় এমনটি জানালেন জেলা পুলিশ সুপার।

প্রতিযেগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতার আদর্শকে মনে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানালেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। একই সাথে বঙ্গবন্ধুর দেখানো পথে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

জানা যায়, বগুড়ায় পুলিশের এই আয়োজনে মোট সহস্রাধিক শিক্ষার্থী প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়েছেন। এখানে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশ নিয়েছেন। ক্যুইজ প্রতিযোগিতায় ৮৬৪ ও ২০৮ জন চিত্রাংকন প্রতিযোগী অংশ নিয়েছে। এছাড়াও রচনা প্রতিযোগতায় ৪ সহস্রাধিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ১৫ আগষ্ট প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে।

ওরর ঘাতকদের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নিথর দেহ ৩২ নম্বরে তাঁর বাড়িতে সিঁড়ি পড়ে থাকার ছবি এঁকেছে, ঐতিহাসিক ৭ মার্চের বক্তৃতা দেয়ার ছবি বিচারকদের অবাক করে দিয়েছে। ১ম, ২য় ও ৩য় ছবি নির্বাচন করতে তারা রীতিমতো হিমসীম খেয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print