ডিসেম্বর ৫, ২০২৪ ৯:২৩ এএম

বাড়ির উঠানে খেলা করছিল শিশু আবু বক্কর; জলাশয়ে পড়ে গেল প্রাণ

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে। বুধবার (১৭ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম আবু বক্কর। সে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল শিশু আবু বক্কর। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের জলাশয়ের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে ওই জলাশয়ের পানিতে শিশু আবু বক্করকে দেখতে পায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু বক্করের পরিবারের লোকজন প্রাথমিক ভাবে ধারণা করছেন, খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের জলাশয়ের পানিতে পড়ে গিয়ে মারা গেছে।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। প্রত্যেক অভিভবাককে বন্যা মৌসুমে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print