ডিসেম্বর ১, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পিতার স্বরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পিতার স্বরণে ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে শুরু হয়েছে মির্জা রুহুল আমিন স্মৃতি টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট। 

বৃহস্পতিবার (০৮ মে) আনুষ্ঠানিকভাবে মের্সাস গার্ডেনিয়া এর আয়োজনে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী এ খেলায় মাঠে নামে ঠাকুরগাঁও ইউথ ক্লাব ও দিনাজপুর ডোমিনেটর্স দল। টসে জিতে ফিল্ডিং করার সিন্ধান নেয় ঠাকুরগাঁও ইউথ ক্লাব।

উদ্বোধণী খেলায় দিনাজপুর ডোমিনেটর্স দল মাঠে নেমে ৯ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে। পরবর্তিতে ঠাকুরগাঁও ইউথ ক্লাব ৯ উইকেটে ১৩২ রান করে পরাজিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহবায়ক নূর এ শাহাদাৎ স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ অনেকে উপস্থিত ছিলেন।

মির্জা রুহুল আমিন স্মৃতি টি -২০ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা, পাবনা, দিনাজপুর, নীলফামারী, যশোহরসহ বিভিন্ন জেলা থেকে ১৬ টি দল অংশ নিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print