ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪৮ পূর্বাহ্ণ

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে বৈষম্য থাকবে না

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার প্রচারণায় গ্রামীণ জনপদে ছুটছে যুবদল। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। 

গতকাল সোমবার উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল। এরআগে রোববার দিনভর উপজেলার পন্ডিতপুকুর, চৌমুহনী, ত্রিমুহনী, হাটকড়ই, বিজরুল, চাকলমাসহ গ্রামীণ জনপদে লিফলেট বিতরণ করা হয়।

পথসভায় ভ্যানচালক, দিনমজুর ও স্থানীয় জনগণের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন নেতারা। এসময় আব্দুর রউফ রুবেল বলেন, সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে কোনো বৈষম্য থাকবে না। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সবাইকে সঙ্গে নিয়েই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন যুবদল নেতা গোলাপ আকন্দ, রবিউল ইসলাম, সাগর আহমেদ, আলমগীর হোসেন, বাদশা মিয়া, আরিফুল ইসলাম অনিক, মাসুদ রানা প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print