কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, আপনারা হয়তো বলতে পারেন ১৬ বছর খেয়েছে, আমরা খাবো না কেন? বিএনপি খাইদাই এর পার্ট নয়, বিএনপি ধান্দাবাজের পার্টি নয়, বিএনপি বাকশালের চরিত্রের দল নয়, বিএনপি পাল্লাই তুলে ধর্ম বিক্রির দল নয়, বিএনপি চেতনা বিক্রির দল নয়। বিএনপি দেশ গড়ার দল, শহীদ জিয়ার দল।
বুধবার ৩ সেপ্টেম্বর বিকেলে নওগাঁর বদলগাছীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
কেন্দ্রীয় নেতা ফজলে হুদা বাবুল বলেন, আপনারা গত ১৭ বছর যেভাবে বিএনপির পাশে ছিলেন, বিএনপি সেই অবদানের জন্য আপনাদেরকে ভুলবে না। গত ১৭ বছরে যে নির্যাতন ত্যাগ স্বীকার করেছেন, মাকে দেখতে যেতে পারেননি। নিজের সন্তানকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারেননি। তাই আগামী দিনে আপনাদেরকে নিয়ে হবে ধানের শীষের বিজয় বিএনপির বিজয় হবে ইনশাআল্লাহ।
ফজলে হুদা বাবুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপিতে কোন নেতা নেই। আমাদের একটাই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আপনারা হয়তো ভাবছেন গত ১৭ বছর কিছু করতে পারিনি। ৫ আগষ্টের পরও কিছু করতে পারছি না, ধৈর্য ধরতে চাচ্ছেন না, কিছু করতে চাচ্ছেন।
তিনি বলেন, আপনারা মনে রাখবেন আপনাদের একটা খারাপ কাজের জন্য শহীদ জিয়াউর রহমানের নিজ হাতে গড়া এই বিএনপির জন্য খারাপ হবে। খালেদা জিয়া ও তারেক রহমানকে কথা শুনতে হবে। তাই আমি বিশ্বাস করি আপনারা কিছু করবেন না। আপনারা সেই ভাবে চলবেন এই প্রতিশ্রুতি দিবেন আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে।
ফজলে হুদা বলেন, নির্বাচন হবে এই দেশে, কিন্তু যারা নির্বাচন নিয়ে ছদর বদর করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সচেতন থাকবেন। তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, তাই আপনারা সকলেই সতর্ক থাকবেন।
তিনি আরও বলেন, বিএনপি এখনও কাউকে মনোনয়ন দেয়নি। অথচ কেউ বালিশের নিচে টিকেট নিয়ে ঘুরছেন, আবার কেউ বগলের নিচে টিকেট নিয়ে ঘুরছেন। কিন্তু আপনারা বিভ্রান্ত হবেননা।
তিনি বলেন, যারা রাজপথে ছিল, যারা মামলা হামলার শিকার হয়েছে। যাদের এলাকায় সুনাম আছে। তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে। বিএনপি তাঁকেই মনোনয়ন দিবেন। তাই আমি আশা করছি আপনাদের পছন্দের প্রার্থীকেই দল মনোনয়ন দিবেন।
ফজলে হুদা বাবুল বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি জন্য মহান সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জান্নাত কামনা করছি। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল শহীদদের স্বরণ করেন তিনি। এছাড়া তিনি ছাত্র জনতার সকল শহীদদের স্বরণ করেন তিনি।
এছাড়া এই প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ রালিতে যারা অংশগ্রহণ করেন সকলকে ধন্যবাদ জানান তিনি।
তিনি পরিশেষে উপস্থিত নেতাকর্মীদের বলেন, আপনারা এক থাকবেন এই দুই উপজেলা হবে মডেল উপজেলা। কোন দুর্নীতি থাকবে না, ধান্দাবাজি থাকবে না। চাঁদাবাজি থাকবে না, হাটের ও বালু মহালের ডাক থাকবে না। সেই রকম বিএনপিই এই এলাকায় প্রতিষ্ঠিত হবে।
এর আগে এক বিশাল আনন্দ র্যালী উপজেলার চার মাথা মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
বদলগাছী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার চারমাথা মোড়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গীটারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠিক সম্পাদক রবিউল হাসান সহ ছাত্র দল, যুবদল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মী।
