অক্টোবর ৯, ২০২৪ ২:৩৩ এএম

বিচার না পেয়ে ইউপি চেয়ারম্যানের কক্ষে ঝুলিয়ে দিল তালা 

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলামের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে এক ভুক্তভোগী। 

এ ঘটনার একদিন পর আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ওই ইউনিয়ন পরিষদে গিয়ে তালা খুলে দেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

তালা খুলে দিলেও বিগত সময়ে ঘুষ, অনিয়ম, দূর্নীতি, আর দলীয় প্রভাব বিস্তার করে স্থানীয়দের শারিরিক নির্যাতনসহ চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রশাসনের সামনেই পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, জমি সংক্রান্ত বিষয়ে সমাধানের নামে এক পক্ষের কাছে লক্ষাধিক টাকা ঘুষ নিয়ে সুপারিশপত্র দেয়। আর সে কারনে মামলায় নানাভাবে হয়রানী হয় ওই ইউনিয়নের শরিফুল ইসলাম নামে এক ভুক্তভোগি। শুধু তাই নয় এই আ’লীগের মনোনীত চেয়ারম্যান দলীয় লোক দিয়ে শরিফুলসহ তার পরিবারের সদস্যদের মারপিট, হেনস্তা করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

তারই জের ধরে গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ক্ষুদ্ধ হয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় শরিফুল।

এসময় শরিফুল ইসলামসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান নূরুল ইসলাম এলাকার মানুষকে অত্যাচারিত করেছে। ঘুষ নিয়ে অন্যায় কাজ বাস্তবায়ন করেছে। তার বিরুদ্ধে কথা বলতে গেলেই দলীয় বাহিনী দিয়ে মারপিট করেছে। আমরা তার পদত্যাগ দাবি করছি।

এ বিষয়ে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে সব সমস্যা সমাধান হয়েছে বলে জানান তিনি।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা লিখিত আকারে প্রশাসনের কাছে প্রদান করবে। কেউ অন্যায়ভাবে চেয়ারম্যানের কক্ষে তালা দিবে এটা উচিত হবে না। এমন কার্যক্রম অপরাধ হিসেবে গণ্য করা হবে। তালা দেয়ার খবর শুনে ইউনিয়ন পরিষদের গিয়ে তা খুলে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। যিনি এই কাজটি করেছেন তিনি বুঝতে পেরে ভুল স্বীকার করেছেন। তাই সবাইকে শান্ত থেকে সরকারকে সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print