ডিসেম্বর ১, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবসে বগুড়ায় পরিচ্ছনতা অভিযান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্ব পরিবেশ দিবসে বগুড়ায় সপ্তাহব্যাপি কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহরের পৌর এডওয়ার্ড পার্কে পরিচ্ছন্নতা অভিযানে বগুড়া পৌরসভা, তীর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, (বাপা) অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন বগুড়া পৌর মেয়র রেজাউল করিমবাদশা, পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম, প্যানেল মেয়রপরিমল চন্দ্র,আলহাজ শেখ, নির্বাহি প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বাপা সভাপতি জিয়াউর রহমান প্রমুখ।

পরে পৌর পার্কে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করেন। একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবসে এবার জেলায় সপ্তাহব্যাপি কর্মসূচি পালন হচ্ছে।

এতে বক্তারা বলেন, আমাদের পরিবেশ আমাদের ঠিক রাখতে হবে। পরিবেশ দুষন রোধে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশ সুন্দর রাখতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print