ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ

“বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ” সেই ওসির রহস্যময় স্ট্যাটাস

Oplus_16908288
Oplus_16908288

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এমন খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা একের পর এক ওসির বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে ঘুষ বাণিজ্যসহ নানা অভিযোগ তুলে ধরেন। এমন অবস্থায় সেই ওসির নিজস্ব ফেইসবুক স্টোরিতে একটি লিখা পোস্ট করেন তিনি। এ নিয়েও চলছে আলোচনা ও সমালোচনা।  

তার বদলীর খবরে নেট দুনিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে খবর প্রচার হলে। রোববার (২০ এপ্রিল) সকালে ওসি৷ শহীদুর রহমান তার নিজস্ব ফেইসবুক স্টোরিতে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেন- ‍‌‍মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে, প্রতিটি গল্পই এক একটা সাক্ষি। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।

এর পর থেকে আবারো নেজিজনরা তার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও সদর থানায় এ ধরনের ওসি থাকায় মানুষ নিস্পেশিত হচ্ছিল। যা ইতিহাসে নেই। এতো কিছুর পর তাকে বদলি করা হয়েছে। এতে সবাই সন্তুস্ট। তারপরেও সে নিজেকে জাহির করতে ফেইসবুকে স্ট্যাটাস দেন। তার বদলি হয়েছে বলে আমরা সন্তুস্ট নই। অবিলম্বে ওই কর্মকর্তাকে বরখাস্ত করার দাবি তুলেন তারা।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় সংবাদকর্মীরা স্ট্যান্ড রিলিজ হওয়া ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মামলা পরিচালনায় গাফিলতির অভিযোগ তোলেন।

সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সময় বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন।

এরপর গেল শুক্রবার ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে বদলী করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print