ডিসেম্বর ৩, ২০২৩ ১০:২৯ পিএম

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী!

বিশ্বকাপে ভারতের কাছে হেরে বসেছে পাকিস্তান। এদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এমন অবস্থায় আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সেই ম্যাচে ভারতকে হারালে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানদের সঙ্গে ডেট করবেন বলে সামাজিক মাধ্যম এক্সে (আগে যা ছিল টুইটার) ঘোষণা দিয়েছেন সেহাব শিনওয়ারি।

১৫ অক্টোবর তিনি এ ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেট-এ যাব।’

এদিকে একটি পোস্ট দিয়েই ক্ষান্ত হননি সেহাব। ১৬ অক্টোবর আরও একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখ এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’

এনসিএন/বিআর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সম্পর্কিত