বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর দাখিল মাদ্রাসার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

রবিবার বিকেল সাড়ে ৫টায় ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসা চত্বরে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসের প্রকল্প সহকারী জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ওয়ারেছ আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান মিলু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ সুইট, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছিলেন, আর তাঁর যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই চেতনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন।
একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, ওয়াজে এসে তারা নারায়ে তাকবির বলবে, আবার মন্দিরে গিয়ে রোজা ও পুজা একই বলবে। তারা মানবতার মুক্তির দূত মহানবী (সা.) কেও অবমাননা করতে ছাড়ে না। শুধুমাত্র একটি ভোটের জন্য ক্ষণে ক্ষণে তারা রূপ পাল্টাচ্ছে, তারাই হলো প্রকৃত মোনাফেক।
তিনি আরও বলেন, জিয়া পরিবার ক্ষমতায় আসলে দেশের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
