ডিসেম্বর ১, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ

মশাল প্রচলন করে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ জানালো তিস্তা পাড়ের মানুষ

জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে তিস্তা অববাহিকা জুড়ে মশাল প্রজ্বলন করে প্রতিবাদ জানালো কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিপুর তিস্তা নদীতে অববাহিকার হাজারো মানুষ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘন্টার কর্মসূচির অংশ হিসেবে ১১ টি পয়েন্টে একসাথে কয়েক লাখ মানুষ এই মশাল প্রজ্জলন করেন।

এ সময় তারা ভারতীয় পানি আগ্রাসন মানিনা মানব  না,  পানির ন্যায্য হিস্যা- দিতে হবে দিতে হবে, তিস্তা মহা পরিকল্পনার কাজ শুরু কর- করতে হবে।

এ সময় তারা একতরফা ভাবে পানি প্রত্যাহার করে তিস্তাকে শুকিয়ে মারার জন্য ভারতকে পানি আগ্রাসাী দাবি করে আন্তর্জাতিক আদালতে মামলা করে পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিও জানান। একই সাথে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান তারা। এখন ১১ টি পয়েন্টে চলছে কাকিনা মহিপুর সেতুতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি)  ভোরে আনুষ্ঠানিকভাবে শেষ হবে ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচি। সোমবার সকাল থেকে শুরু হয়েছিল এই লাগাতার কর্মসূচি। জাগো বাহে তিস্তা বাচাই স্লোগানের তিস্তা নদী রক্ষা আন্দোলন  এই কর্মসূচি দেয়। কয়েক লাখ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন দিনরাত।

তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব জানান,এই কর্মসূচির মাধ্যমে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবী আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ব জনমত তৈরীর জন্য উপস্থাপন । দাবি পূরণ না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আন্দোলন চলবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print