আগস্ট ৫, ২০২৫ ১০:৪২ এএম

মানিকগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ৬০ কোটি টাকার অধিক পরিমাণ ক্ষতি হওয়ার আশঙ্কা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ‘নীলিমা ব্যাগ মিলস লিমিটেড’ নামের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কারখানা কর্তৃপক্ষ প্রায় ৬০- ৬৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে।

শনিবার (২রা আগস্ট) সকালে জেলার সিংগাইর উপজেলা জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকায় অবস্থিত এ কারখানাটিতে অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকদের ভাষ্যমতে,সকাল সোয়া ১০টার দিকে কারখানার ভিতরে অবস্থিত আইপিএস রুম থেকে হঠাৎ করে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তেই মধ্যেই পুরো কারখানা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভীতরে কিছু শ্রমিক ছিলেন। তারা দ্রুত ছাদ দিয়ে বের হয়ে অন্যদের নিরাপদে সরিয়ে নিয়ে যান। পরবর্তীতে আগুনের ভয়াবহ লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া মুহূর্তেই পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। নিয়মিত টহলরত সেনাবাহিনীর দুটি গাড়ি ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায সেই সাথে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ ও নামানোর জন্য চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে সিংগাইর, মানিকগঞ্জ ও সাভার চামড়া শিল্প এলাকার ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কারখানার মালিক মোঃআনিছুর রহমান বলেন, কারখানাটি প্রায় আড়াই মাস ধরে বন্ধ থাকার পর আজই প্রথম উৎপাদন শুরু করি। দুর্ভাগ্যজনকভাবে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে বিপুল পরিমাণ কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রস্তুত পণ্য পুড়ে গেছে। তবে শ্রমিকদের কেউ হতাহত হননি—এটাই আমাদের স্বান্তনা।

সেনাবাহিনীর সিনিয়র ক্যাম্প অফিসার জাহাঙ্গীর বলেন, আমরা কাঁচের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু কাঁচামাল ও মালামাল উদ্ধার করি এবং ফায়ার সার্ভিসকে সহায়তা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সময়ের মধ্যে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print