এপ্রিল ২৩, ২০২৫ ৪:৫২ পিএম

মিয়ানমারে আবারও ভূমিকম্প

Oplus_16908288
Oplus_16908288

মিয়ানমারে রোববার (১৩ এপ্রিল) ফের ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।

মার্চ মাসের মারাত্বক ভূমিকম্পের ধকল সামলে উঠতে না উঠতেই আবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। এবারের ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২১.৭৫ মাইল) গভীরে। এতে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ইএমএসসি জানিয়েছে, রোববার সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়। গত ২৮ মার্চের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে মিয়ানমারে মাঝেমধ্যেই পরাঘাত হচ্ছে। গত শুক্রবারও সেখানে ভূকম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ওই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

গত ২৮ মার্চে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ভবন, সড়ক ও সেতু।

সরকারি হিসাবে প্রাণ হারান অন্তত ৩ হাজার মানুষ, আহত হন আরও প্রায় সাড়ে চার হাজার। নিখোঁজ রয়েছেন ৪০০-র বেশি।

ভূমিকম্পের প্রভাব পড়ে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও। ব্যাংককের একটি নির্মীয়মাণ ৩০ তলা ভবন ভেঙে পড়লে বহু মানুষের মৃত্যু হয়।

মিয়ানমার এখনও সেই ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে বিপর্যস্ত। তার মধ্যেই বার বার ভূকম্পন অনুভূত হচ্ছে দেশটিতে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print