অক্টোবর ৯, ২০২৪ ৩:৩১ এএম

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশের পথে রয়েছেন ৮৫ বাংলাদেশি। আজ (শনিবার, ২৮ সেপ্টেম্বর) দেশটির রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে একটি জাহাজে করে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হন। আগামীকাল (রোববার, ২৯ সেপ্টেম্বর) ভোরে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ বাংলাদেশিদের বহন করছে। এদের মধ্যে ৫৬ জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। অন্যরা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।

দেশে ফেরত আসা এসব বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগার, ১৬ জন পাথেইন কারাগার, তিন জন চকমারউ কারাগার এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।

এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেট মোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে ভূমিকা পালন করেছে। সবশেষ জুনে ৪৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

সূত্র: এখন টিভি অনলাইন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print