সেপ্টেম্বর ১২, ২০২৪ ৮:৩৪ এএম

যুবদলের পর এবার বগুড়ায় জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বগুড়ায় জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করার পর এবার জেলা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া জেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।

সদ্য বিলুপ্ত হওয়া বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, শীঘ্রই বগুড়া জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য যে, এরআগে বগুড়ায় জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া জেলা যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print