ডিসেম্বর ৫, ২০২৪ ১০:০৮ এএম

রাজশাহীতে সহিংসতায় গ্রেপ্তার ১১৬৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গত কয়েকদিনে রাজশাহী বিভাগের ৮ জেলায় রাজনৈতিক সহিংসতার মামলায় মোট ১ হাজার ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১৪৮।

এর মধ্যে রাজশাহী মহানগরীতে ৭টি মামলায় ১৯৩ ও জেলায় ১৩২ জন, বগুড়ায় ১৫টি মামলায় ১১৪ , নাটোরে এক মামলায় ৮৫ , সিরাজগঞ্জে ৬ মামলায় ১৬৭, চাঁপাইনবাবগঞ্জে ৭টি মামলায় ৮৮, নওগাঁয় ৩ মামলায় ৯০, জয়পুরহাটে ৬ মামলায় ৭৫ এবং পাবনায় ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, রাজশাহী মহানগর এলাকায় গত কয়েকদিনে সহিংসতা ও নাশকতার চেষ্টার অভিযোগ সাতটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত ৯০০ জনকে আসামি করা হয়।

জেলা পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, রাজশাহী জেলাতে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই নাশকতার চেষ্টা করেছেন। এদের রাজনৈতিক পরিচয়ও আছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print