রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫ – ২০২৬ অর্থ বছরের জন্য নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। এই অর্থ বছরে মোট ৫৫১ কোটি ১৪ লক্ষ ৫০ টাকা বাজেট পাস হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।
এবারের বাজেটে সর্বোচ্চ ৩০৪কোটি ৯৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বেতন-ভাতা ও পেনশনের জন্য ধার্য করা হয়েছে। যা মূল বাজেটের ৭৬.৫ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সূত্রে আরও জানা গেছে, ২০২৫ -২০২৬ অর্থ বছরের বাজেট গত বছরের হিসাব অনুযায়ী ১৩ কোটি কমেছে (গত বছরের বাজেট ছিলো ৫৬৪ কোটি ৩৪ লক্ষ টাকা)। ইতোমধ্যে বাজেট সিন্ডিকেট কমিটিতে অনুমোদিত হয়েছে।
২০২৫- ২০২৬ অর্থ বছরের মূল বাজেটের গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৫ কোটি ৩ লক্ষ টাকা, মূলধন খাতে ১৬ কোটি ৬ লক্ষ ,পণ্য ও সেবা (সাধারণ) খাতে ৭৬ কোটি ৪১ লক্ষ , পণ্য ও সেবা ( মেরামত) ১৬ কোটি ৫০ লক্ষ এবং পেনশন বাবদ ১১৮ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, “এবারের বাজেটের উল্লেখযোগ্য কিছু বিষয় যুক্ত হয়েছে। যেমন: শিক্ষার্থীদের জন্য গবেষণাগার সরঞ্জামাদি খাতে গুরুত্ব দেয়া হয়েছে। আবার কোন কোন ক্ষেত্রে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে”।