রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ইউনিটের পুরস্কার পেয়েছে বগুড়া জেলা। একই সাথে মে মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) এর পুরস্কার পেয়েছেন বগুড়া শিবগঞ্জ থানার আব্দুর রউফ।
মঙ্গলবার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে পুরস্কার তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান।
এসময় বগুড়া পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিন শ্রেষ্ঠ জেলাসহ ৬টি ক্ষেত্রে সেরা হয়েছেন বগুড়া। বগুড়ার পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।