নভেম্বর ৩০, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

রাবিতে বিশ্বজনসংখ্যা দিবস পালিত

Oplus_16777216
Oplus_16777216

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘একটি ন্যায্য এবং আশাবাদী পৃথিবীতে তাদের পছন্দের পরিবার তৈরি করতে তরুণদের ক্ষমতায়ন করা’। দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রার করা যা উদ্বোধন করেন রাবির উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

শোভাযাত্রা টি তে উপাচার্য বলেন “বিশ্বজনসংখ্যা দিবসে তরুণদের এগিয়ে আসতে হবে। একটা শান্তি সমৃদ্ধি পৃথিবী গড়তে হলে একটা সুষ্টু পরিবার অনেক বড় অবদান রাখে। যেহেতু তারা হবে আগামীর পরিবারের কর্ণধর তাদের এ ব্যাপার সচেতনা দরকার।

দিবসটি উপলক্ষ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা শোভাযাত্রা করে। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসউদ, বিভাগের শিক্ষকবৃন্দ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। পরে শোভাযাত্রাটি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে যায় ও সেখান থেকে শোভাযাত্রাসহ নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print