রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে গণতন্ত্রের নেত্রী, নারীর শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী ২১ থেকে ২৬ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এ “ডেমোক্রেসি ফর অল উইমেন” আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে
ছাত্রদলের উদ্যােগে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার মেয়েদের জার্সি উন্মোচন করা হয়েছে।
এ সময় উপস্হিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সিনিয়র সহ – সভাপতি শাকিলুর রহমান সোহাগ,সহ – সভাপতি মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
