জুন ১৮, ২০২৫ ৬:৪৩ পিএম

লালমনিরহাটের স্ত্রীর ও শ্যালিকা কাচির আঘাতে স্বামীর মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ও শ্যালিকা চাঁদনীর কাচির আঘাতে দুলু মিয়া (৩০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দুলু মিয়া হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় স্ত্রী মনি বেগমকে মোবাইলে কারো সাথে কথা বলতে দেখেন এবং ফোনের নম্বর সম্পর্কে জানতে চাইলে স্ত্রী নম্বরটি ডিলিট করে দেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।এই কথাকাটাকাটির এক পর্যায়ে দুলু মিয়া খাটের উপর পড়ে গেলে স্ত্রী মনি বেগম ও তার শ্যালিকা চাঁদনী ঘরের ভেতরে রাখা সেলাই মেশিনের পাশ থেকে একটি কাচি নিয়ে তার স্বামীর বাম কাঁধের নিচে ও বুকের সংযোগস্থলে আঘাত করেন। এতে দুলু মিয়া মারাত্মকভাবে রক্তাক্ত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ভোর ৫টার দিকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে শঠিবাড়ি এলাকায় সকাল ৬টায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ রংপুর মেডিকেল কলেজে মর্গে রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print