ডিসেম্বর ১, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

লালমনিরহাটে ক্লিনিকের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে

লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার একটি ক্লিনিকের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের স্লোগান জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ স্ক্রিনে ভেসে ওঠার ঘটনা ঘটেছে।

রোববার (১৯ জানুয়ারি) রাতে ভিআইপি পাড়া রোডে হাতীবান্ধা ক্লিনিকের ডিজিটাল বোর্ডে স্ক্রিনে বার্তাটি ভেসে উঠলে এলাকায় মানুষের মধ্যে এক ধরনের কৌতুহল চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, রাতে হাতীবান্ধা ক্লিনিকের ডিজিটাল স্ক্রিনে ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ লেখাটি ভেসে ওঠে। এমন লেখা হঠাৎ ভেসে ওঠায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শহরজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ লেখা ডিজিটাল ব্যানারটি নামিয়ে ফেলে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, ঘটনাস্থলে এসেছি, তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print