ডিসেম্বর ১, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ণ

লালমনিরহাট কালীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে নেই চোখের চিকিৎসক

Oplus_16908288
Oplus_16908288

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় প্রায় তিন লাখ মানুষের বসবাস। সরকারিভাবে ৫০ শর্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও এখানে নেই কোনো চোখের চিকিৎসক। জরুরি হয়ে পড়লে প্রাইভেট ক্লিনিক, জেলার হাসপাতাল অথবা প্রাইভেট চেম্বারই ভরসা এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময়ও অপচয় ঘটছে। বায়ুদূষণ, পানিদূষণ, অতিরিক্ত মোবাইল ফোনে চোখের ওপর চাপ বাড়লেও এ নিয়ে নেই কোনো সতর্কতবার্তা প্রতিদিনই নানা সমস্যা নিয়ে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এই রোগীদের মধ্যে বড় অংশ চোখের রোগী। কিন্তু উপজেলায় সরকারি কোনো চোখের হাসপাতাল নেই। এর চেয়েও বড় সমস্যা চিকিৎসকই নেই। স্বাস্থ্য কমপ্লেক্সে আসা চোখের রোগীদের অনুমান নির্ভর চিকিৎসা দিচ্ছেন মেডিকেল অফিসার অথবা উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসাররা আবার বড় সমস্যা দেখা দিলেই ছুটতে হচ্ছে জেলা সদরের ক্লিনিকে অথবা চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি পোহাতে হচ্ছে নানাবিধ ভোগান্তি।

উপজেলা দুহুলী গ্রামের মালেক (৪০) গত সোমবার (৩০ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন চোখের সমস্যা নিয়ে। টিকিট কাউন্টারে টিকিট চাইলে কাউন্টার থেকে বলা হয় এখানে চোখের ডাক্তার নেই। তিনি বলেন, আমার চোখ দিয়ে পানি পড়ছে। তাই ডাক্তার দেখাতে এসেছিলাম। কিন্তু হাসপাতালে ডাক্তার নেই। এখন বাইরে থেকে কোনো বেসরকারি ক্লিনিক বা চেম্বারে চোখ দেখাতে হবে।

জানা যায়, উপজেলার মানুষের চিকিৎসার জন্য ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার সবচেয়ে বড় হাসপাতাল। এ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য চিকিৎসকের পদশূন্যের পাশাপাশি চোখের চিকিৎসকের পদই রাখা হয়নি। ফলে অন্যান্য রোগের মতোই কর্মরত চিকিৎসক অনুমান নির্ভর চোখেও চিকিৎসা দিয়ে থাকছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০ শতাংশ চিকিৎসকের পদশূন্য রয়েছে।

চিকিৎসক সংকটে বন্ধ্য হয়ে গেছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার। চিকিৎসক না থাকায় গুরুতর অসুস্থ রোগীকে যেতে হচ্ছে লালমনিরহাট অথবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এতে মুমূর্ষু রোগীকে অন্যত্র নেওয়ার পথেই অনেকেরই মৃত্যু ঘটে। শূন্যপদ পূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপকষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজীব মো নাসের

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, চিকিৎসক সংকটের কারণে একদিকে যেমন সাধারণ মানুষকে কাঙ্খিত চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না, অন্যদিকে তেমনি কর্তব্যরত চিকিৎসকদের মাত্রাতিরিক্ত সংখ্যক রোগীর চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। হাসপাতালে প্যাথলজিসহ বিভিন্ন প্রকার পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও শুধুমাত্র চিকিৎসক সংকটে সেগুলো নিয়ে নিয়মিত সেবা দেওয়া যাচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী রাজীব মো নাসের বলেন, ৫০ শয্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্ডিওলজি, শিশুরোগ, সার্জারি, চক্ষুবিদ্যা, গাইনি, স্কিন এলডিডি, অর্থোপেডিক, মেডিসিন, সার্জারি, ইএনটি ও অ্যানেসথেশিয়া সহ মোট ২৯ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ৯জন আমাদের ডাক্তার সংকট রয়েছে।নিয়মিতভাবে শূন্য পদের তালিকা আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে কাছে পাঠিয়েছি।।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print