আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে পৌঁছে দিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছে শাজাহানপুর উপজেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গোহাইল ইউনিয়নের আতাইল বাজারে অনুষ্ঠিত এই গণসংযোগে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি জননন্দিত জননেতা এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানা যায়, এই ধরনের গণসংযোগ ও জনমত সংগ্রহের মাধ্যমে স্থানীয় মানুষদের মধ্যে বিএনপির নীতি ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
