বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২ এপ্রিল) মাদলা দড়িনন্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের শিক্ষা,প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আবু সাইদের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে অংশ নেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক ও চোপিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফ আজাদ পলাশ, মাদলা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন আর রশীদ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মিন্টু, খোট্রাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত, যুবলীগ নেতা মধু, রায়েফ উদ্দিন সরন, উজ্জ্বল, সোহাগ, মমিন, রাহাত,রাশেদ, আবু সাইদ, শাহীন, লাল মিয়া, রাশেদ কাজী, আসাদুল প্রমুখ।
