ডিসেম্বর ১, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

শাজাহানপুরে খোট্টাপাড়া-চোপিনগর সংযোগ রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

শাজাহানপুরে খোট্টাপাড়া-চোপিনগর সংযোগ রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন
শাজাহানপুরে খোট্টাপাড়া-চোপিনগর সংযোগ রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরে ৭৬ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে খোট্টাপাড়া মোস্তাইল বাজার থেকে চোপিনগর শাহনগর হাট পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

এসময় উপস্থিত ছিলেন খোট্টপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, চোপিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, চোপিনগর ইউপি সচিব লিটন কুমার দত্ত, ইউপি সদস্য আরিফ আজাদ পলাশ, খোট্টাপাড়া ইউপির সদস্য সাজেদুর রহমান রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুদু, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ মুকুল, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, চোপিনগর ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাবেক সদস্য এমরান হোসেন, ইউনিয়ন আওয়ামী নেতা শাহাবুল ইসলাম, মাসুদুর রহমান, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রমজান খান সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print