ডিসেম্বর ১, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ণ

শাজাহানপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে চোর সন্দেহে মেহেরুল ইসলাম ওরফে মেরু (৩৮) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শাকপালা বন্দরে। গতকাল শুক্রবার সকাল পৌঁনে ১০টার দিকে শাকপালা বন্দরে মসজিদের পাশ থেকে পুলিশ লাশ উদ্ধার হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত মেরু নন্দীগ্রাম উপজেলার ভাট গ্রাম ইউনিয়নের দামরুল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে বেশ কিছুদিন যাবত শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করে আসছিল।

শুক্রবার সকালে শাকপালা বন্দরে মসজিদের পাশে মেরুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সকাল পৌঁনে ১০টায় লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল জানিয়েছেন, লাশ উদ্ধার কালে গলায় রশির দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মেরুকে শ্বাসরোধে হত্যার পর খুনিরা লাশ ফেলে গেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, স্থানীয়রা বলেছে নিহত মেরু মাদক সেবী ছিল। বৃহস্পতিবার রাতে শাকপালা বন্দরে একটি বাসার সামনে সন্দেহ জনক ঘোরাফেরা করায় স্থানীয়রা চোর সন্দেহে মেরুকে শ্বাস রোধে হত্যা করেছে। হত্যাকারিরা পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print