বগুড়ার শাজাহানপুরে জনশুমারি ও গৃহগণনা বিষয়ক শুমারি সমন্বয়কারী ও জোনাল অফিসারদের ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (৩০ মে) উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে আয়োজনে আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সেমিনার রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জনশুমারি সমন্বয়কারী লায়লা আরজুমান বানু,নন্দীগ্রাম উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম,শাজাহানপুর উপজেলা জনশুমারি সমন্বয়কারী জাহিদুল ইসলাম সহ সকল জোনাল অফিসারগণ।
প্রশিক্ষণার্থীদের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেন, ‘দেশের প্রকৃত অবস্থা জানতে ও বুঝতে নির্ভুল ও সঠিক পরিসংখ্যান জরুরি। কেননা পরিসংখ্যানের ওপর নির্ভর করে দেশের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়। যদি পরিসংখ্যান ভুল হয় তাহলে দেশের পরিকল্পনা অনুযায়ী কাজ করা কঠিন হয়ে যাবে। তাই বর্তমানে জনশুমারি ও গৃহগণনার যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ কাজে যারা যুক্ত রয়েছেন তাদের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে।’
উল্লেখ্য,সারাদেশ ব্যাপী আগামী ১৫-২১ জুন মূল শুমারি অনুষ্ঠিত হবে।
