ডিসেম্বর ৫, ২০২৪ ১০:৪২ এএম

শাজাহানপুরে পুলিশের ধাওয়ায় যুবদল নেতার মৃত্যুর অভিযোগ

বগুড়ার শাজাহানপুরের ফটকি ব্রিজ এলাকায় হরতাল সমর্থনে মিছিলের সময় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফোরকান আলী। তিনি উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া সুফিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বড় ছেলে। তিনি খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ছিলেন। তবে পুলিশের দাবি, পুলিশের বা বিজিবির ধাওয়া খেয়ে মারা গেছে বিষয়টি গুজব।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, আজ সকালে হরতালের সমর্থনে ঢাকা-বগুড়া মহাসড়ক ফটকি ব্রিজ এলাকায় আমাদের শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশের লাঠি চার্জে মিছিলটি ছত্র ভঙ্গ করে দেয়। খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফুরকান আলী দৌড়াতে গিয়ে ঘটনার স্থলে পড়ে যায় ।পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, একজন বিএনপি নেতা মারা গেছে এমন খরব শুনেছি, তবে পুলিশের বা বিজিবির ধাওয়া খেয়ে মারা গেছে এটা গুজব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print